দিন বদলের ছবি এঁকে প্রথম হয়েছিল যে শিশুটি
আমার কাছে শুনতে চেয়েছিল থিম


বলেছিলেম বনেদীপনার হাত যদি না ছুঁয়ে থাকে তোমাকে
চোখ বন্ধ করে শ্বাস নিও পূর্বে
জেনে নিও উত্তরসূরী হয়ে দায় নিয়েছ ফুল ফোঁটাবার।


আমাকে সে বলেছিল দাদুর কথা,  
বলেছিল বাবা অনেকটাই অপ্রকৃতস্থঃ  
সেই আদর পায় নাই একদিনও ।


আমি তাকে সমৃদ্ধির সংজ্ঞা শেখাতে চেয়েছিলেম।
সে বলেছিল-
চাচ্চু পুরষ্কারটা আমাকে দেয়া হয় নাই এখনো ।
০৭/০২/২০২৩, সিংড়া।