পাতাগুলোর মূল্যায়িত হয়
       ঠিক ঝরে যাবার পরে,
পাতাগুলোর মূল্যায়িত হয়
     ক্যামেরা বন্দি হওয়ার পরে।


পাহাড়ের আঁকাবাঁকা পথে
      চলছি মোরা অজানা দিকে,
গাছগুলো নুয়ে আছে
      পাতাগুলো ঝরেছে রাস্তার বুকে।


পাতাগুলো সম্ভ্রম হয়েছে
     রঙ পরিবর্তন বিপরীতে,
পাতাগুলো মর্ম উপলব্ধি
     রমণীর শাড়ীর ফ্রেম বন্দী হয়ে।


জন্মে ছিলাম সবুজের সমারোহে
     চারদিক সবুজ যে দেখেনি মোরে,
ঝরে যাচ্ছি কমলা রঙের হয়ে
      তাই কিছু স্মৃতি থাকছে চিরতরে।