জেগে আছি,
অনিদ্রার রুগী আমি অনেক দিন ধরেই।
জেগে আছি,
নিঃশব্দ রাত্রির আর্তনাদ শুনি প্রতিটি নির্ঘুম রাত্রে।
অন্ধকার আমার জেগে থাকার মাঝে,আমার বেঁচে থাকার মাঝেও
কাকে যেনো দিপ্রহরে সিঁদুর পরাই আপন হাতে খুব গোপনে।
জেগে আছি,
আজন্ম মেলে থাকা চোখ দুটো নিয়ে কাকে যেনো দেখার আশায়,
কোনো এক গোধূলিতে যে কথা দিয়েছিলো আসবে ভরা পূর্ণিমায়।
বলেছিল ধরবে হাত রাখবে চোখ আমার চোখে,
বলেছিল চার ঠোঁট এক করে প্রেম পদ্ম ফোটাবে অঞ্জলির।
জেগে আছি,
জেগে থাকবো,প্রেম আকাশে অমানিশার বুকে,-চেয়ে দেখো ঐ নীল তারার ক্ষত নিয়ে -
আজও আমি জেগে আছি।