নিঃশব্দ সকালের আধফোটা ফুল
চাপারাত্রির তরঙ্গে লন্ঠনের নিচে বহুকাল।
হারিয়ে যাওয়া পুরনো দুপুরে
হঠাৎ মৃত্যুর ছান।
রঙের বদলে সাদা-কালো বিষাদের ছায়া
ছুড়ে ফেলে দেওয়া সেই হাসির বিদ্রুপ।
বিষন্ন যানযট, ছেঁড়া কাগজ -------
অজস্র গল্পের ম্লান গোধূলির ভিড়ে
রৌদ্রদিনে আকাশের চোখে
জীবনানন্দের স্মৃতিপড়া পথঘাট।
হৃদপিণ্ডের সূর্যাস্ত--------
নৈরাশ্য-নিঃশব্দের বোধের কঙ্কাল
দূরে কোথাও মৃত্যুপটের স্থির নীল বিশ্বাস।