নদীর চেয়ে গভীরতা তোমার দুটি চোখে
বিমূর্ত আমি, বিমুগ্ধ আমি, যাচ্ছি শুধু অতলে।
অতল থেকে অতলে যাচ্ছি আমি ডুবে
বামন আমি চাঁদ চাইলে এমনটাই তো হবে।
ভেবেছিলাম নদী তোমায়, আসলে তুমি সিন্ধু,
তোমায় ভালবাসবো কী করে; আমি যে শিশির বিন্দু।