নারী মুখ দেখেছি অনেক।
নারী মুখ লিখেছি অনেক।
নারী মুখ এঁকেছি অনেক।
কোনো মুখ মুগ্ধতায় মোড়া,
কোনো মুখ জন্মশুভলগ্না।
কোনো চোখ অদূরের স্মরণীয় আগুনের ঝাপি,
কোনো চোখ ব্রীড়নত, কুয়াশার রেখা রেখা হাসি।
লাবণ্য, মৃণাল,কুমু,বিনোদীনি,শ্যামা,কৃষ্ণকলি
নন্দিনী,প্রমদা,মনি,বিনু,কাদম্বরী,কাদম্বিনী
বা,উর্মী,দীপান্বিতা,পূজা, জেনি,ছোঁয়া অথবা মানসী।
ওদের মুখে ওদের চোখে ছড়িয়েছে শব্দবর্ণরাশি
নতুন মাস্টারনি,
যদি অনুমতি করেন,আজ তবে মন খুলে বলি,
সকল দেখায়
সকল লেখায়
সকল আঁকায়
আপনার অনন্ত আলো উচ্ছসিত ছায়া রেখে আছে।
আপনার ঐ ভয়ংকর মৃদু চাপাহাস্যে
কি অবস্থা করেছে আমার।
স্রোত গুলো সব ভাটি গেলেও
ভেতরটা কেনো উজান বায়?