সব ঠিক মনে রেখে দেয় চোখ
গুলঞ্চ ফুলের আকাশ
বিকেল রোদ
কিচিরমিচির পাখি গ্ৰাম
সময়ের অভিধান সংকোলন
তারপর
অন্ধকার সূর্য ওঠে
আলো তাপ বিদ্যুৎ ছড়ায়
মন শ্লালোকসংশ্লেষ ক্রিয়া সম্পন্ন হয়
হেরিকেনের আলো উস্কে দিলে
হ্নটহাট খুলে যায় ছায়াপথ
মিথ্যে মুখগুলি
অভিনয়
মুখোশের মুখগুলি কপাট আড়ালে লুকিয়ে দাঁড়ায়
ডাইরী স্কুল কলেজ আকাশ মাথার উপর
আশ্রয় দেয় তৃপ্তি দেয়
ক্ষনিকের
শরীরে তৃষ্ণা অঙ্কুরিত হয়
স্নায়ুর শাখা প্রশাখাতে ভোর কোকিলের গান
নিষিদ্ধ ঝড়েরা বুক দলিয়ে দেয়
আর তুমি মেঘলা সেন
আকাশ চিরফাড় কর
হৃদয়ের সমস্ত মাটি ওলোট পালোট
চোখ অশ্রুর পর্দার আড়ালে চলে যায়
আমি ঠোঁট হরিণশিশুর হাসি নিয়ে বাড়ির বাহিরে যায়''''''