আমি দারিদ্রের হাড়িতে বেদনাকে সিদ্ধ করি।


অথই সমুদ্র মাঝ পথে তরী বিহীন তীরে ফেরার আশা কারি।


আমি কোলাহলের কাছ থেকে নীরবতার গল্প শুনি। 


বিশালতার পথ খুঁজি আকাশের নিকট অন্ধ হয়ে ।


ডানা নেই তবুও পাখিদের সাথে নীল আকাশে উড়ে চলার ইচ্ছা পোষণ করি।


ঐ পারে বাতাবি নেবুর বইছে সুবাস, আর ফুলের সাথে ভ্রমরের গভীর মিতালি।


মধ্যবিত্তের  অভাবের সাথে দারিদ্রের পরিহাসের চুক্তি।


মাছের সাথে জলের মিলন, মিলনে বাঁচার অলিখিত চুক্তি, জীবনের সাথে স্মৃতির রোদন।


আশা আমার ব্যর্থ পথ চলা।


আজো পেলাম না এ পথের গন্তব্যের ঠিকানা।