থমকে যাওয়া পৃথিবী ফিরে পাক্ চিরচেনা সজীবতা !
আত্নার আত্নীয় পরম প্রাণের জন
সংক্রামনের ভয়ে নেই সংযোজন
মুছে যাক অনিচ্ছার এই নিষ্ঠুর অমানবিকতা !


ফিকে যাওয়া মানুষ গেয়ে উঠুক প্রানের গান
গুছে যাক সব সামাজিক দূরত্ব
আত্নীয়তার ব্যবধান !


সকালের সোনা রৌদ্দে্র ছটায় দূর হয়ে যাক
জমে থাকা সব ঘোমট অন্ধকার
খেতে না পাওয়া,
দেখা না হওয়া,
কাছে না যাওয়ার
থেমে যাক সব বিকট হাহাকার!


ছুটে চলুক সমগ্র বিশ্ব- আবার বাংলাদেশ
সচ্ছল হয়ে ঘুরতে থাকুক অবিরাম
উন্নয়নের চাকা- অভাব হোক নিরুদ্দেশ!


বুকে রেখে প্রত্যয় - দৃঢ় মনোবল
সম্মুখে সদলে সবাই এগিয়ে চলো
এ আঁধার কাটবেই
আসবে আবার সুদিনের সোনালী আলো!


আত্নাকে শুদ্ধ করে দুহাত তুলে এসো চাই ফানাহ
হে পরওয়াদিগার রহমানুর রহিম মাফ করো যত গুনাহ
দূর করো এই আঁধার রাত্রি
থেমে যাক মৃত্যুর সব যাত্রি
দূর করো এই মহামারী ভাইরাস করোনা!


‘‘ আল্লাহ হুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারছি ওয়াল জুনু-নি ওয়াল জুযা-মি অমিন
সাইয়্যি -ইল  আসক্বা-ম।’’


পতেঙ্গা, চট্টগ্রাম।