একদিন আমিও মেঘ হবো তোমার আকাশে
অঝোর ধারায় কাঁদবো সেদিন
ফিরিয়ে দেওয়ায় অযোগ্যতার দোষে!


একদিন তোমার আকাশ পথে
তোমায় দেখতে দেখতে
উড়ে যাবো পাখির বেশে
(নিরুদ্দেশে-)
না ফেরার দেশে!


শুধু প্রশ্ন আমার-
কি দোষ করেছি এমন তোমাকে ভালোবেসে?


তারও কিছু দিন পর-
একদিন তুমি আমাকে ঠিকই বুঝবে-
নিবে আমার খবর!
সেই একদিন পাগল হয়ে আমায় ভীষণ খুঁজবে-


আমার কান্নার ছোঁয়া পাবে তুমি আকাশের বুকে
বৃষ্টির প্রতিটি ফোঁটায় ফোঁটায়!
আমার বিষন্ন মন ছুঁয়ে যাবে তোমায়
নিঃশব্দ উড়ে যাওয়ায়-
প্রেমের ব্যর্থতায়!


সেইদিন হবে আমারই কেবল দিন
ষোল আনায় শোধরে নেওয়ার ভালোবাসার ঋণ!
সেইদিন তুমি ভীষণ একলা একা নিঃসঙ্গ নিদ্রহীন
চেয়ে দেখবে শূণ্য আকাশে
একলা এক নক্ষত্র ভাসে
বুঝে নিবে একলা থাকা কতোটা সঙ্গীন?


আর -
আমি সেই দূর নক্ষত্রের বেশে শুধু হাসবো অমলিন!!
সেই দিন!


২২>০৫>২০২০ইং