সব কষ্ট প্রকাশের শব্দ হয় না
সব বেদনার রঙ হয় না ঠিক নিরুপন।
সব ফুলে যেমন মালা হয় না
সব মানুষ হয় না কখনো আপন।


সব জ্বালা নিভে না জলের ছিটায়
সব কিছু পুড়ে না উনুনে চিতায় ।


সব লেনদেন মিটে না অর্থের জোরে
সব আঁধার কাটে না ঊষার ভোরে ।


সব স্বাদ ফুরায় না জীবনে সবার
সব কথা ভাষা পায় না জীবন সভার ।


সব কিছু দিয়ে তারে সব হারালাম
সব হারিয়ে আমি বেদনারে পেলাম।


# পতেঙ্গা, চট্টগ্রাম ।