স্বাধীনতার শ্বেত পায়রার ভেঙ্গে গেছে ডানা
মুক্তভাবে মুক্তাকাশে উড়তে আছে মানা !


মুক্ত হয়ে ও মুক্ত নয় আজ গণতান্ত্রিক প্রেম
চৌদিকে তার রুদ্ধ করেছে দ্বার এক নায়কী ফ্রেম।


মুক্তি চাই মুক্তি দাও আর তোল না শোর
মুক্ত আকাশ মুক্ত বাতাসে ভর করে অসুর।


স্বাধীনতার মন্ডা মিঠাই ভীষণভাবে ঝুলছে
রক্ত চোষার জনসভায় আজ গণতন্ত্র ঢুলছে!


মুক্ত আমি মুক্ত তুমি মনের মাঝে পুষো
স্বাধীন হওয়ার মহানন্দে বুড়ো আঙ্গুল চুষো!


মুক্ত হওয়ার রক্ত নাই কাপুরুষের দল
ঘরকুনোরই জীবন ধারণ স্বাধীন হওয়ার ছল !


স্বাধীন হয়ে সব পেয়েছিস বলার জোর তোর কই
চলার পথে শতেক বাঁধায় পাই স্বাধীনতার বই ।


খেতে পারিস দেখতে পারিস বলতে পারিস না
মুক্ত হয়ে মূর্তির মতো কিছু করতে পারিস না ।


খাবি দাবি কলকলাবি ঘুমিয়ে জীবন পার
মুক্ত জাতি আর কি লাগে বিজয়ী উপহার?