পৃথিবীর সকল নারীদের প্রতি শ্রদ্ধা
             _______
শাশ্বত নারীর রূপ আমি তোমাতে দেখি
হে পরানী;
বসন্ত এসে ফিরে ফিরে গেছে
তুমি হার মানোনি,


জানি-
তুমি ভুলোনি মিষ্টি কথায়
দুষ্ট জনের ভাব ভালোবাসায়-
ছিলে তোমাতে হিমালয়সম অবিচল -
স্বীয় আদর্শে বলিয়ান মহিয়ান-


তুমিইতো জননী জায়া দুহিতা
কখনো বা মানস প্রিয়া-
সর্ব কালে সর্ব  রূপে সর্ব ক্ষেত্রে সর্বং সহা !


হে আমার বাংলা মায়ের চিরায়ত রূপ
তাবৎ বিশ্ব তব চরণে নিঃশেষে নিঃশ্ব !


তুমিই তো কেবল জানো না -
কতটুকুতে তোমার স্থান-
কোথায় তোমার চির সীমানা -


গুটি কয়েক নরপিচাশের হীনমন্যের ক্ষীনকালের
মিছে বলি হয়ে..যায়নি ক্ষয়ে তব আত্মসম্মান


তুমি স্নেহময়ী
তুমি ধাত্রী জননী
আধাঁর যাত্রায় প্রেরণা দায়ীনি


তোমার মান তোমার স্থান
ছিলো আছে..চিরকাল থাকবে
লও আমার  শত সহস্র প্রণাম -
লও হাজারো সালাম !!
__________________
    পরাণী ... ১৭
# পতেঙ্গা...চট্টগ্রাম।