ধর্মে বিভেদ করি -মানুষে করি সমান
গাই মানবতার গান- মানুষে করে সম্মান।


সব ধর্ম নয় স্রষ্টার আর স্রষ্টা নয় কভু বহুজন
ধর্মের নামে স্রষ্টাতে তবু দেখি কতো বিভাজন!


ধর্ম মানবের- মানব ধর্মের কে করে মত ভিন্ন
একই স্রষ্টার ইশারায় চলি নাহি দ্বি-জন অন্য!


________
পতেঙ্গা,চট্টগ্রাম।