একটি কবিতার জন্য
নিরবে নির্ভৃতে কত শত প্রতীক্ষায়
আমি পর্দ- কলম হাতে-


রবি শশী প্রত্যহ পালায়  
অজান্তে অগোচরে-
কত বছর প্রহর পালায়
কোন খবর হয় না আমার ।
নিবিষ্ট চিত্ত কবিতার পানে,
একটি কবিতা তবুও হয় না তাতে !


নাওয়া খাওয়ার খবর থাকে না যার
একদিন শুনি ভাঙ্গনের জয়োধ্বনি তার মাঝে ।


কম্পিত হই-আকস্মিক ভাবে
শরীরের চামড়া সব ঢিলে হয়েছে
ফিকে হয়েছে মোহনীয় রূপ!
বয়স গড়িয়েছে আশির উর্ধ্বে,
এ কথাগুলো বলা তার পরে-


হয়তো যখন জানবে সকলে
আমি পর হয়ে যাব পৃথিবীর কাছে
হয়ত কেহ জানবে না
একটি জীবন কাল কি করে গেলো
একটি কবিতার সাধনায়-


কবিতা !
সে আমার আজন্ম লালিত ভালোবাসা ।


__________
০৩.০৪.২০০১ ইং
পতেঙ্গা,চট্টগ্রাম।