অভিমানের পাহাড় আজ হিমালয়েকেও হারমানাতে যায়!
দু’জনার অভিমান দিন দিন প্রবল বেগবান-
কোথ্থেকে হয় এতো বল প্রয়োগ!


সন্দেহ প্ররোচিত করে ভুলে
ভুলে মশগুল হলে জমাট বাঁধে অভিমান-
অভিমানে জন্মানো ঘৃণা হিংসাকে উচকে তুলে
হিংসার হিংস্রতায় বাড়ে ব্যবধান
ব্যবধানের স্থায়ীত্ব বাড়ায় চিরতরে বিমুখিতা!


অভিমানে আক্রোশ জমে মনে দিন দিন-
ভালোবাসার ফুলেল বাগানে হয় হিংসার বিরামহীন চাষাবাদ!


দু’জনের অবস্থানের দূরত্ব ও রপ্ত করে যোজন যোজন পথ!


লিখে যাওয়া কলমের মতো পিছনে পড়ে থাকে -
আশা আনন্দ বেদনার সব স্মৃতি-
অভিমানের অজুহাতে যতই দূরে সরে যাই দু’জন
অদৃশ্যে লিপীবদ্ধ থাকে যাপিত কালের হাসি-কান্না!


যত দূরেই সরে থাকি বিমুখ হয়ে
হৃদয় গহীনে কোথাও কিসে যেন ঘাই মারে-
বার বার প্রতিদিন।


ভুলে যাওয়া ভুলতে চাওয়া স্মৃতিগুলোকে জাগিয়ে তুলে
সকালের পবিত্র আলোয়- দর্পনের প্রতিবিম্বে!


-যেন কিছুই হয়নি; কিছুই হারায়নি; সব ঠিক ঠাক
যেখানে যা ছিলো আছে ঠিক ঠিক সেখানেই বহাল তবিয়েত-
পূর্বানুগ!


মনের মাঝে জেগে থাকা অদৃশ্য সেই কিছু একটা তাড়না দেয়-
বার বার- ফিরে তাকাও!
সব ভুলে বিরান কাননে হোক আবার বিরাট গোলাপ বাগান
যতনে আদরে!


দু’টি মনের মাঝে বেড়ে উঠা অদৃশ্য প্রাচীর বিলোপ করার জন্য চাই কারো সুকোমল মহতি উদ্যোগ-
এসো এগিয়ে আসি তুমি আমি কেউতো একজন আগে-
নিজেদেরেই হিতার্থে;


অভিমানের পাহাড় ধ্বংসে সুন্দর আগামী গড়তে একজনের নমনীয়তায় নেই কোন পরাজয়!
সেই ন্যূব্জতায় কেবল ভালবাসার বিজয় নিশানই উড়বে হৃদাকাশে পত্ পত্ !


সব অভিমান গুঁড়ে এসো গড়ি সুখ  সোপান আগামীর পথে!