কষ্ট বুকের কষ্ট
এক জীবনে ভালোবেসে কাছে না পাওয়ার কষ্ট!


কষ্ট চোখের পষ্ট
সারা জীবন  অপেক্ষায় চেয়ে দেখা না হওয়ার কষ্ট!


কষ্ট মনের কষ্ট
এক জনমে ভালবেসে বিরহে জ্বলার কষ্ট!


কষ্ট ঠোঁটের পষ্ট
জন্মান্তরে ভালোবেসে তৃষ্ণায় থাকার কষ্ট!


কষ্ট মুখের কষ্ট
জনম জনম অনাদরে থাকার বড় কষ্ট!


কষ্ট হাতের পষ্ট
জনম ভরে হাত বাড়িয়ে জড়িয়ে না ধরার কষ্ট!


কষ্ট চলার কষ্ট
জীবন দিয়ে ভালোবেসে কাছে যেতে না পারার কষ্ট!


কষ্ট জীবনের পষ্ট
নিজস্ব সব বিসর্জন করে নিঃস্ব হওয়ার কষ্ট!


কষ্ট বড়ই কষ্ট
সব হারিয়ে ধুকে ধুকে বেঁচে থাকার কষ্ট ।


কষ্ট আমার পষ্ট
যতনে গড়া এই জীবনটা নষ্ট করার কষ্ট!


_________
পতেঙ্গা, চট্টগ্রাম।