আমাদের নেতার আজকাল


তখন নেতা জনগন দ্বারা নির্বাচিত হতো
এখন নেতা ব্যাঙ্গাচির মতো স্বঘোষিত শতো!
তখন মানুষ নেতার কাছে বিচার চাইতো
এখন নেতাই দোষী-নেতার বিচার চায় তাইতো!


তখন নেতা ছিলো সাধারণের ভরসার ছাতা
এখন নেতা সর্ব সাধারণের ঘৃণায় পায়ের জুতা!


তখন নেতা ছিলো ভদ্র আদর্শবান শিক্ষিত
এখন গোয়ার গো মুর্খ লুইচ্চা আর চরম ধূর্ত!
তখন নেতা ছিলো চরম উদার হস্ত দিলদরিয়া
এখন নেতা আত্নকেন্দ্রিক- থাকে নিজ ভাগ ধরিয়া!


তখন নেতার হাতিয়ার ছিলো সাধারনের ভালবাসা
এখন নেতার গুন্ডা সান্ডা আর পিস্তল অস্ত্রেই ভরসা!


তখন নেতা ছিলো সৎ সাহসী আর সত্যবাদীর নজির
এখন নেতা ভন্ড প্রতারক আর মিথ্যাবাদীতায় আমীর!
তখন নেতা ছিলো অসচ্ছল দীনদরিদ্র অভাবি
এখন নেতা ধনের মাঝেই দিনরাত্রি খায় খাবি!


তখন নেতা ছিলো সর্ব ত্যাগী
এখন নেতা সর্বত্র সর্ব ভোগী!


তখন নেতা ছিলো নিরহংকার অমায়িক আর বিনয়ী
এখন নেতা সর্বত্র সব সময় ক্ষমতায় হতে চায় বিজয়ী!
তখন নেতা ছিলো জন দরদি দেশ রক্ষক
এখন নেতা জন বিরোধী সুযোগে দেশ ভক্ষক!


তখন নেতার বাড়ি মেজবান হতো খেতাম সবাই পেট পুরে
এখন নেতার জ্বালায় গোয়ালের গরু আর মাছ থাকে না পুকুরে!


তখন নেতা আস্তিকতায় ছিলো চরম ধর্ম ভীরু
এখন নেতা ধর্ম মানে না তাই নাস্তিকদের হিরো!
তখন নেতা দিন রাত্রির চলা ফেরায় ছিলো অকুতোভয়ী
এখন নেতা সব সময় ভয়ে থাকে কখন মারেআততায়ী!


তখন নেতা ছিলেন জিয়া আর শেখ মুজিবুর রহমান
এখন নেতার নামে পদে পদে কেবলই লোভী শয়তান!


তখন নেতা মরলে দেশ কাঁদতো হতো শোকাহত
এখন নেতা মরলে দেশ বাঁচে খুশি যে হয় কতো!


[ নেতা বাঁচো আর মরো
দেশকে বুকে লালন করো ]