একটি কবিতা ও হয় না
কলমের বীর্যে,
কাগজের জরায়ুতে হয় না
কবিতার চাষাবাদ ।


কলম যেখানে নিঃপ্রভব
কাগজের কি সাধ্য
কবিতা করে প্রসব ?


প্রসব বেদনায় তবুও ছট্ ফট্ করে
মন ও মগজ !
দিতে চায় একটি কবিতার ভ্রুন !


তবে কি করে---
কলমের তো নেই নিঃসরণ-
অক্ষম তাই কবিতার বুনন ।


অতএব-
ভ্রুন ভ্রষ্ট হয়-
এক এক
দুই দুই
অক্ষম পুরুষের মতন !


       ০৩.০৫.২০০৩ ইং
       পতেঙ্গা, চট্টগ্রাম।