______________


আমি নতুন করে পুরান খুঁজি
হারিয়ে-ই তো আমরা বুঝি !


পুরান চাল-ইতো ভাতে বাড়ে
ওল্ড হয় গোল্ড
পুরান ধাঁধাঁয় নোয়া জামানা
পদে পদেই বোল্ড!


পুরানটাকেই নতুন করে দেখাই এখন ফ্যাশন
পুরান কায়দায় মন করে জয় শক্ত করি আসন !


পুরান পুরান পুরানরে ভাই পুরানে শেকড় গাঁথা
পুরান কালের সবটাই সুন্দর যেমন নক্সী কাঁথা !


পুরান মানেই অতীত যেমন পুরান মানেই বন্ধন
নতুন কালে এসে তাইতো পুরানের জন্য ক্রন্দন !


পুরানে ভর করেই চলো নতুন কিছু সাজাই
নতুন পেয়ে পুরানকে যেন ভুলে কভু না যাই!


>পতেঙ্গা, চট্টগ্রাম।