খুব সুন্দর একটা সকালে
শিউলী ফুল কুঁড়াতে কুঁড়াতে
আমাদের পরিচয়...
হয়তোবা বকুল তলে...
মালা গেঁথে...
ঊষার শুভ্র আবির সঙ্গী করে
রাঙ্গা ধুলোয় পা মাড়িয়ে
হাতে নিয়ে হাত দুজনার
সেই সকালে
মনোবলে !
পা বাড়ালাম সম্মুখের পানে...
আশার বুকে আগামীর গানে....
চলতে চলতে
বলতে বলতে
ভাল লাগা আর ভালবাসায়
দিন গড়িয়ে সুখে হারায়
সমস্ত দিনের বিষাদ গ্লানি..
হলাম দু'জন পরান পরানী...


ভালবাসার হাতছানিতে
আগামীর দিন কাটিয়ে দিতে
স্বপ্ন বুনি চোখে চোখে
কত শত কাব্যকথায়...
ভালবাসার রঙ ছড়িয়ে
প্রেমের বলে বলিয়ান হয়ে
কপোত উড়ে নীল আকাশে...
পরম প্রশান্তির ছোঁয়া নিয়ে...
........................
.......................
দিন পেরিয়ে রাত্রি এলো
চলার পথ ও মন্থর হলো
ভয়ে ভয়ে চলতে চলতে
সাহস নিয়ে কিছু পারিনি বলতে...!!


মাঝ রাত্রিতে কি যে হলো
ঝড় বইলো খুব এলোমেলো
শিউলী আর বকুল মালা
শুকিয়ে যে তারা কবে গেলো..!
সে গুলো ও ঝরে গেলো...
কি যে হলো বুঝা ছিলো দায়...!
ঝড়ের বানে হাত বাড়িয়ে
আঁধার ঘোরে পা বাড়িয়ে
দেখি তুমি আর আমার পাশে নাই...
এমনতর ভাগ্য আমার
রাত পেরোনো হলো না আর...


যে ঊষাতে মন রাঙ্গালাম
ভালবেসে পা বাড়ালাম
ঘোর আঁধারে সব হারালাম
ঊষার ভোরে ফেরা হলো না আর..


একি বিধান তুই বিধাতার
একোন ভাগ্য লিখলে আমার...
জীবন হলো মরুভূমি
তুষের দহে জ্বলছি আমি
দিনরজনী...
এ অবনী
অবাক চোখে বয় শ্রাবণী...
এ কোন ভুলে পা বাড়ালো
কোথায় জানি সে হারালো
ভালবাসা মোর...
পরানের পরানী....?