পরানী ;
কভু তোমায় কোন নামে ডাকিনি
এতোমার মিছে অভিযোগ...
তুমি জানো ..মিথ্যে বলিনা
সময় না থাকার আছে আমার রোগ...
সময়ের রোগে ভোগে ভোগে
কখন যে হারিয়ে যাবো
তোমা থেকে
ফেবু থেকে
তোমাদের থেকে...


কে রাখবে আর কার খবর
দিন যাবে ..মাস যাবে...কাটবে বছর...
কতো দিন ..
একদিন থেমে যাবে...
সবার হৃদয় দ্বার...
তুমি ও কি বাদ যাবে...
আমায় ভুলবে
ভাঙ্গবে এ সমাচার...
অতলে তলিয়ে যাবো চলে...
অন্তরালে...
চোখের আড়ালে...
সে তো মনের ও আড়াল একালে...
লায়লী মজনু গিয়েছে সে কোন কালে...?
অযথা তাদের অপমান....কেনইবা করবে
তুচ্ছ আমার তরে...
তার চে’ এই ভালো নিরবে যাবে সরে...
সত্যি বলছি ....যদি বিশ্বাস করো
কিনছিৎ বিস্মৃত নই..সইতে পারি আমি আরো...
ভালোবাসার সাত রংএ তুমি সন্দিহান....
অথচ আমি গড়ি তার বিশাল সোপান
স্বর্গ স্পর্শী হতে চায়...
হয়তো সব মিছে আশায়...


মনে সন্দিহান হয়ে আমার বুকে
লুকে কতোক্ষন করবে আর
প্রেমের অত্যচার
ভাঙ্গবে যবে খেলাঘর..
কি করবে হৃদয়মোর
ক্ষত বিক্ষত
নিরবে আর করবে কতো
এই অভিনয়....
এবার যদি থামো এটাই চাওয়া সবিনয়...