( প্রয়াত মা জননীকে)


পৃথিবীতে মায়ের মতন নাইতো কোন জন
কোন তুলনায় তুল্য হবে না; হোক না যত ধন!


মা হলো আল্লাহর দে’য়া সেরা নেয়ামত
মা ছেড়ো না যত বিপদ- আসুক কেয়ামত!


ধন হারাবি জন হারাবি সবি পাবি ভাই
মা হারালে দেখবিরে তুই ;আর যে কেহ নাই!


দাঁত থাকতে দাঁতের মূল্য মা থাকতে মায়ের
না বুঝলে প্রস্তাবি ঢের-
কূল পাবি না দুঃখ সাগরে ডুবতে যাওয়া নায়ের!


সময় থাকতে মা ধনটি যত্ন করো অতি
হেলায় বেলা গেলে তবে কিছুতেই হবে না গতি!


থাকতে হয়ত বুঝবি না ভাই হারালে হবে মতি
ঠিক তখনই বুঝবিরে তোর কত্তো বড় ক্ষতি !