তুমি ফেলে গেছো বলে আমিতো হারিয়ে যাইনি-
আমার রাতভোর কর্মচঞ্চলতা
সংসার ধর্ম- ভরণ পোষণ
শিক্ষা চিকিৎসা মৌলিক আয়োজন-
থেমে নেই-


থেমে নেই তুমি নেই বলে বাগানের  ফুল ফোটা
ঝুলবান্দার ক্যাকটাস, অর্কিড আর  পোষা ময়নার নিত্য পরিচর্যা-
কল্পনার তুলিতে হাজারো স্বপ্নের বুনন !


দিন রাত্রির হয়নি কোন হেরফের-
মন থেকেই যে কখনো ছিলো না আপন
তার প্রস্থানে জীবনের কি তেমন বদলাবে আর?


কেবল একজন সদস্য কমে গেলো যাপিত সংসার থেকে
কেবল কিছু শব্দ থিতু হলো সারাদিনের ভাঙ্গা রেকড বাজানোর -
অসহ্য যন্ত্রণা থেকে
বিছানার বা পাশের বালিশটাও অতিরিক্ত হয়ে গেলো নিত্য ব্যবহার্য থেকে।


তাতে কি এমন আসে যায়-
জীবনের বিপুল মোহনায়
থামেনি তো তেমন কোন কলরব
তোমার শূন্যতায় গড়েনি মনেও জীবনে বিন্দুসম শূন্যস্থান...


যেপাশে থাকতেই এতোকাল ছিলো যোজন যোজন
যে পাশে থাকতেই মিটেনি মনের আর জীবনের কোন প্রয়োজন
যার সশরীর অবস্থানে রাখতে পারেনি যাপিত জীবনে কোন অবদান
তবে তার হঠাৎ অন্তরালে কি এমন হেরফের ঘটে
তুমিই বলতো?


পতেঙ্গা, চট্টগ্রাম।