স্বার্থের কাছে মনুষ্যত্বের পরাজয় নিত্য
মানুষ সে ওতো একটা প্রাণী !
বিবেকের কারখানায় ঘোল পাকায় শত দারিদ্র !


মানবতার ধ্বংসাস্তুপে দেখি তাই হায়নার উম্মাদ নৃত্য
দেখি আর সয়ে সয়ে যাই
বিবেকের সুমহান মিনারটি ভূলন্ঠিত
অর্থের অনৈতিক প্রহারে-----


মানুষ নামের মেরুদন্ডী প্রাণী
সরিসৃপ গোত্রে নাম লিখাচ্ছে স্বদলে
মান হারানোর লজ্জায় মুখ লুকাই নিয়ত-


তবুও জীবন কাটে
ধুকে ধুকে ঘাটে ঘাটে
কাদা খোঁচা বিচার মতো


স্বার্থের সরু নদী দিন দিন সাগরে হারায়
ফলবান ফসলী চর চৌচির স্বার্থের জ্বালে!


ইবাদত বন্দেগী খোদায়ী মেহেরবান
এখন বিধাতা ও যেন স্বার্থবাদী
অর্থের কল্যাণে করে সব আদান প্রদান !


স্বার্থের জালে আবর্তিত ভালবাসার ছল চাদরে মোড়ানো
ভঙ্গুর মায়াবী পৃথিবীর -
স্বার্থান্বেষী স্বার্থহীনতার মহড়া মঞ্চগড়ে বনে দানবীর----


স্বার্থহীন নয় সন্তান জননী জনক
স্বার্থের টানে মূল্যহীনও হয় মূল্যবান কনক !


স্বার্থের পৃথিবীতে স্বার্থহীন নয় কেহ
জান পরানের ভালবাসায় ও আজ স্বার্থটা দেহ !


______________
# পতেঙ্গা, চট্টগ্রাম।