যদি আমরা ভালো থাকি-
দেখা না হলে
কথা না হলে
দিনের পর দিন ।


প্রত্যাহিক কাজে কারণে অকারণে
মন যদি না জাগে রাগে অনুরাগে
ভাব থাকে অমলিন-


যদি তুমিহীনা মনোবীণা বাজে
আমিহীনা সুর উঠে কাঁকনে
যদি দু’জনেই মনে মনে
আড়াল করার ভানে
আর কোন হাত ধরি নিরজনে ।


তৃতীয় ব্যক্তিতে যদি মোহ জাগে
ফাস্টফুডে হাতছানি দেয় বার বার
যদি শরীরিয় জ্যামিতিক জ্ঞান জানার ব্যাঘ্রতায় টানে
কফি হাউজের আলো-আধাঁরি কোণে
ছুটে যাই দূর্বার!


পুলক সুখে অবগাহনের আহবান যদি জাগিয়ে তুলে
তোমার আমার মনোপাড়া
যদি প্রথম ফুলের পরশ ভুলে
নতুন ফুলে হই মাতোয়ারা-


যদি কোনো ভালো লাগা ফেলে আসা স্মৃতি
মহুয়ার ডালে হলুদ পাখি দু’টি
দেখা না হওয়ার দিনে ও ব্যথা না জাগায়
বুকে না ধরায় চিন্ চিন্-


তবে আমরা প্রেমের নামে
ফুস্কা- চটপটি আর বাদামে
করেছি নিছক ভালোবাসার ছল এতোদিন !


।। পতেঙ্গা
।। চট্টগ্রাম