দৃপ্ত চাষি বলে--
এই যে দেখো নগ্ন নাচে স্বর্গে এলাম চলে
বাঁধবে নাকি - বাঁধো দেখি সংবৃত আঁচলে


এক পা আগে নরক পাবো
এক পা পিছে মর্ত
একটু এদিক ওদিক হলেই
সর্বগ্রাসী গর্ত
সব দেখা শেষ হবে কবে - অগ্নিজ্বালা মলে--
বাঁধবে নাকি - বাঁধো দেখি সংবৃত আঁচলে


অপ্রবীণ এক ক্ষুধা
তারই দানবীয় ফালে বিপন্ন বসুধা
অহর্নিশি বিষ তুলে কয় - পান করে নাও সুধা


কোন আঁচলে বাঁধন দেবে
কোন মায়াবী বস্ত্রে
সব বাঁধনেই ছিড়বে ক্ষুধা
তীক্ষ্ণফালের অস্ত্রে
স্বর্গ-চাষের পরে চাষা তৃপ্ত কি হয় ঝোলে--
বাঁধবে না-কি - বাঁধো দেখি সংবৃত আঁচলে