সকালটা  শুরু পাখিদের কিচিরমিচিরে
এক মৃদ ঠান্ডা হাওয়া, নিঃশব্দ সড়ক
জানলার পাশে বসে আছে এক যুবক।
শত স্বপ্ন আশা তার ঘরে বাঁধা
লক ডাউন শেষে ফিরবে বাবা।
বাবা যে তার  খাকি পোশাক ধারী
মানুষের সুখে নিজেকে দিলো বলি।
যুবকের কাঁধে চেপে গেলো সংসার
দুবেলা বাজার মায়ের ওষুধ
যোগান দিতে কষ্টটা বুঝলো বাবার।
সময় যে এলো ফুরিয়ে
বাবাকে দেওয়া কষ্টগুলো মনে করিয়ে।
কত না লুকিয়ে কেঁদেছে বাবা
অপরাধী সন্তানের অপমানে।
অনুতাপের আগুনে পুড়ছে যুবক
সময় থাকতে বুঝিনি তো
বাবা কি জিনিস, আসমান সমতুল্য।