হাজারো রেলের ভিড়ে জমা এ স্টেশন,
কারো কাছে পাওয়া,কারো হারানোর স্মৃতী!
কোনটি দিনের বেলার,কোনটি রাতের বেলার তিথি। আজো গিয়েছিলাম,সে স্টেশনে,
গড়তে বা ভাঙতে না,
জিততে বা হারতে না,
শুধু স্মৃতি চারণ করতে!
স্মৃতির ট্রেন গুলোকে ধরতে!
কিছু যেন হারানো সময়, আর ফিরে পাওয়া নুতন জীবন!
কিছু বিকেলের রোদে ঘরে ফেরার স্মৃতি, কিছু হারানোর ভীতি!
এই স্টেশন তাই হারানো স্মৃতির স্টেশন!