বহুদিন পর দেখলাম উজ্জ্বল,ঝলমলে রোদের মত
তোমার সেই হাসি!
যে হাসির তোড়ে আমার রক্তকণিকার হিমোগ্লোবিনে
সাইক্লোন বয়ে যায়,মস্তিষ্কের নিউরনগুলো যেন
উত্তাল সমুদ্রের মত ফুঁসতে থাকে।


দূর থেকে তোমাকে দেখেই থমকে গেলাম
যেন কেউ প্লাস্টার করে দিয়েছে আমার দু'পা।
তখন তপ্ত রোদে দাড়িয়ে থেকে মনে হচ্ছিল
এক নিমেষে গ্রাস করে নেই তোমাকে।
যেভাবে সমুদ্রের নীল পাহারসম ঢেউয়ে বিলীন হয়ে যায় উপকূল!


তোমাকে আবার আগের মত করে চাই
                     নাহ।
চাই তোমাকে নিজের ঐশ্বর্যের মতো।
মায়া সভ্যতা, সিন্ধু সভ্যতা সময়ের অগোচরে
কাউকে কিছু না জানিয়ে হারিয়ে গিয়েছে,
আমিও তোমাকে সেভাবেই হারিয়েছি।


সহস্রবর্ষ পরে যেমন বিভিন্ন সভ্যতাকে খুঁজে পেয়াছেন প্রত্নতাত্ত্বিকরা,
এখন আমাকে নিশ্চয়ই প্রত্নতাত্ত্বিক হতে হবে
তোমাকে খোঁজার জন্য!