রাস্তার পাশে
ময়লা কাপড়ে কিছু পথশিশু
নির্বাক চেয়ে থাকে।
হঠাৎ হঠাৎ অস্ফুট গোঙানির
আওয়াজ বেরোয় তাদের মুখ হতে।
তাদের কারও চোখদুটো জ্বলজ্বলে
যেন তার শক্তি দিয়ে জয় করে নিবে
পৃথিবীটাকে!
কেউবা উদাস ভঙ্গিতে
বসে থাকে ফুটপাতে,
আকাশে মুখটি তুলে!
দুষ্প্রাপ্য জিনিসের মত
কোন এক পথশিশু
শোনায় তার ইচ্ছার বাণী,
তা শুনে যেন দেখতে পাই
একটু আলোর ঝিলিক!
ব্যস্ত শহরে
জীবননাশক রাস্তায়
ওরা দুর্বল শরীরে ঘুরে বেরায়
যত্রতত্র,
এভাবেই তারা হাড় জিরজিরে শরীর
নিয়ে তাদের চিহ্ন রাজপথে আঁকে
সর্বত্র!