আলোকিত নক্ষত্রের মত তোমার নিষ্পাপ মুখ
যা দেখলে হিংস্র ব্যাঘ্র পর্যন্ত স্তম্ভিত হয়ে যায়
আর আমি কোন ছাড়!
তোমার গভীর কালো চোখ তো প্রিয়তম
নিকষ কালো কিশোরীর কেশের মত!
তোমার রূপের বর্ণনা দিব না আমি
পুরুষের ক্ষেত্রে এরকম মানায় না জানি!
তোমাকে দেখলেই আমার উত্তেজিত স্নায়ু
দিশেহারা হয়ে যায়
লুকায়িত আবেগগুলো আপ্রান চেষ্টা
করে নিজেদের অন্ধকারে রাখতে
কিন্তু তা হয়না সোনালী তীব্র আলোকচ্ছটার ষড়যন্ত্রে!
গোধূলির সময় বিস্তীর্ণ আকাশে তোমার প্রতিচ্ছবি দেখি,
রাতের নিস্তব্ধ বায়ুমন্ডলে তোমার স্বর খুঁজি!
ভোরের স্নিগ্ধ পরিবেশে তোমার অস্তিত্ব অনুভব করি,
চোখ বন্ধ করলেও আমি তোমার ঘোরেই থাকি!
আমার হাসিতে তুমি লুকিয়ে থাকো,
আমার অক্ষিজলে তুমি মিশে থাকো!
গভীর রাতে একা ঘরে ভয় পেলে
তুমি এসে বসো আমার পাশে!
মুচকি হাসি দিয়ে বলো “আরে পাগলি ভয়ের কি আছে”!
অশীরিরীর ভয় কর্পূরের মত উবে যায়!
আমিও তখন হেসে দেই
কথার ফুলঝুরি ছড়াই চারিদিকে!
তোমার সত্ত্বায় আছি বেঁচে
তাইতো আজও তোমায় ধারণ করি আমার হৃদয় মাঝে!