তীব্র আবেগ আজ অন্তঃসারশূন্য
আলগা কাঠিন্যে আমার অবয়ব পরিপূর্ণ ।
বহু কষ্টে গড়া বিশ্বাসের চূড়া
ঢেকে গেছে কালো তুষারের তলে
সম্ভব নয় বেঁচে থাকা নির্ভরতার মায়াজালে।


গুঁড়ো হয়ে যাওয়া কথাগুলো-
যা এখনও প্রকাশিত হয়নি,
হেলে পরা ভিতগুলো-
যা আর কখনো যাবেনা তাদের পূর্বের অবস্থানে,
ম্রিয়মান হয়ে যাওয়া অভিলাষগুলো-
যা আর চাইবে না আত্মপ্রকাশ করতে,
দুর্বল হয়ে যাওয়া প্রাণশক্তি-
যা আর পারেনা নিজেকে আগ্নেয়গিরির মধ্য হতে
উদগিরণ করতে ,
এরা সবাই আজ আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে
না,তাদের বিদ্রোহ এই নকল আমিকে ঘিরে
যে হারিয়েছে আপন সত্ত্বাকে ভ্রান্তির ছলনে!