হাত পা বাঁধা মানুষগুলো যন্ত্রের মতো হাঁটতে থাকে
নিজস্ব চেতনা যুক্তিগুলো সেই সাথে ম্রিয়মাণ হয় খরস্রোতা নদীর বাঁকে!
মনের জানালায় লোহার গরাদ দেওয়া মানুষগুলো
বোবা হয়ে যেতে থাকে
আপন খুশি হারিয়ে যায় প্রিয়জনদের স্বার্থে!
ইচ্ছাগুলোর শরীরে শেকল পেঁচিয়ে রাখা মানুষেরা
নির্দিষ্ট লক্ষ্যে চলতে থাকে
গোপন আহ্লাদগুলো মিশে যায় আঁধারের চন্দ্রকিরণে!
চোখে কালো কাপড় বেঁধে রাখা মানুষেরা
দৌড়তে গিয়ে হঠাৎ হোঁচট খায়
এই আঘাত যেন গোলাপের মতো ফুটে ওঠে বাগানের গলিচায়!