একমাত্র শিল্পী যাকে প্রথম ও শেষ বারের মত শয়তানের সরাইখানায় গাইতে ডাকা হয়েছে
আমি গিটার সহিত নিসংগতার সাথে নির্বাকে সরাইখানার দিকে এগোচ্ছি
যতই সামনে যাই নাকে গন্ধ পাই মানুষের রক্তের
তারা সরাইখানার নাম দিয়েছে "মানুষের হ্নদয়"
রেতে রেতে সারিতে সারিতে শয়তান আর প্রেতাত্মা'রা আমার গান শুনতে এসেছে
আমি এতই ভালো গাই? না
একমাত্র আমিই মানুষের ধ্বংসের কথা তুলে ধরি গানে গানে আর কবিতায়
আমি মানুষকে পৃথিবীর হত্যাকারী বানিয়েছি তাতে শয়তানরা মহাখুশি
তারা ভাবে তারা বেঁচে গেছে খুনের দায় থেকে
অথচ মানুষই আসল হত্যাকারী।


গোপন গুহায় হায়না আটক মাংসের লোভে তার জ্বিবে লালা
ধারালো দাত হয়ে তলোয়ারের মত তীক্ষ্ম আলোর প্রতিফলন ঘটায়
তার ভোজনে আজও মানুষের মাংসের ঘ্রাণ পায়নি সে
চোরাবালির সৈকতে কত নাবিকের কবর আর কংকাল
প্রেমের লোভের মানুষের হ্নদয় ভরে উঠে সাগরের মত পিপাসায়
আর তার মুখোশে প্রেমিকার চোখের মাঝের দূরত্বের মত সুন্দর একটি কবর
তাকে দেখার পর হ্নদয় বলেছিল আমি দেখে ফেলেছি পুরো মহাকাল
তার কন্ঠস্বর শুনে হ্নদয় গেয়েছিল আমি শুনে ফেলেছি পুরো পৃথিবীর সকল ব্লুজ
গানের থেকে আমাকে সরিয়ে ফেললেই আমি নিঃস্ব হবো
এই মহামারীর মহাকালে আমি এক গানের হ্নদয়ে প্রেম উৎপাদন করি।


আমাকে বসতে দেয়া হয়েছে মানুষের কঙ্কালের মত এক হেলান দেয়া চেয়ারে
আর আমার গাওয়ার জন্য মাইক্রোফোন হিসেবে দেয়া হয়েছে কোন নেকড়ের মমি
সবাই মেতে উঠছে নেশায় রক্তে রক্তে আর মদে মদে, চাপা পড়া শবেরাও মেতে উঠেছে উল্লাসে
সেসব শব'দের চাপা দিয়েছিলো জঙ্গলের সবুজ হ্নদয়ের নিচে
আর তারা দাবানলে পুড়ে পুড়ে শয়তান হয়ে গেছে
হ্নদয় বিহিন আকাশের মত আগুন টেনে নেয় তাদের বুকে আর বৃষ্টিতে উল্লাস করে কংকাল কুমিরের পেটে যেতে
আমাকে হয়ত তারা হত্যা করে ফেলবে, নয়ত বাঁচিয়ে রাখবে আজীবনের জন্য মেরে ফেলতে
চাঁদের পাশের তারার মত কোন জ্বলন্ত নক্ষত্র ঝরে পড়েছে মহাসাগরের বুকে
আর তার আলোয় সবাই নিজের রুপ দেখতে পায়, এ ভয়ংকর আর বিধস্ত।


এখানে মানুষ হত্যার শাস্তি হয় ঠিকই, তবে পৃথিবীর হত্যাকারী জন্য মামলা হয়নি কোন আদালতে
আর শজারু'রা কোন আইন তৈরি করেনি পৃথিবীকে মেরে ফেলার বদৌলতে
বিচারক'রা তুলোর কাটার মত সাহসী হয়ে কঙ্কালের সেই চেয়ারে
শূন্য অসীমে উটেরা ঝাকে ঝাকে মরুর বালুতে ধীরে ধীরে গ্রাস করে ঝড়ে
প্রেতেরা আগুন জ্বালিয়ে নরক বানায়, সে আগুনে পুড়তে আসে শত শত প্রেমিক
শবেরা আলোয় মুখরিত শহরের বাধা হয়ে নেমে আসে পিরামিড থেকে
টাকা'র জন্য পাহাড়ে কাটা পড়ে রাস্তার নামে হ্নদয়ে উৎপাদন করে প্রেমের
ধ্বংস করে ফেলে পৃথিবীকে আর তার খুনি হয়ে বেঁচে আছি আমরা
গাছকে মেরে ফেলে তারা হয়ে উঠতে চায় সূর্যের আরো কাছের কোন হ্নদয়
রোদের উত্তাপে নিজেদেরকে পুড়িয়ে মারতেই
তারা জঙ্গলের সবুজ হ্নদয়ে দাবানল হয়
জীবনে প্রণয় তার উপর প্রান্তরে বিদ্যুতের খুটি, সময়ের সাথে একা দাঁড়িয়ে।


সরাইখানা'য় সবাই অবাকে তাকিয়ে আমার দিকে, আমার হ্নদয়ে যারা করে নেশা
তাদের শোনাতে গান আমি নিচ্ছি পারিশ্রমিক আর গাচ্ছি আমার স্বজাতির ধ্বংসের স্তুপ
তারা ভাবে আমিই হয়ত হিটলার, ভারতীয় আর্যগণ অগ্নি জ্বালায় আমার কংকালে
আমি পৃথিবী'র প্রথম শিল্পী যার শিল্প হবে বিপ্লবের নয়ত জাদুকরি
মানুষের হ্নদয়ে বসে তাদের ধ্বংসের গান করি।


আমি গাচ্ছিলাম মানুষ নিকৃষ্ট বনের সবুজ হ্নদয়ে আগুনের মত
আর শয়তান'রা উল্লাসে উৎযাপন করে যাচ্ছে, নেশায় কেটে যাচ্ছে গভীর রাত
আমি রাতের আরো গভীরে গিয়ে কবিতা পড়ি, মানুষের আত্মখুনি হওয়ার কবিতা
প্রেতেরা গম্ভীর হয়ে উচ্ছ্বাস করছে আর মদে মদে মেতে উঠেছে
আমি গন্ধ পাচ্ছিলাম নরকের আগুনের শরীরে কেমন উষ্ণতা অনুভব করছিলাম
বাতাসে ধেঁয়ে আসছিলো রক্তের মত আগুনের আভা
আর আমার মুখ দিয়ে রক্ত বয়ে যাচ্ছিলো মাটিতে।


হে মানুষ, তোমরা যে পরিত্রাণের লোভে এভাবে পৃথিবীকে হত্যা করে চলেছ
আর এখন আমাকে দোষী সাব্যস্ত করছ কেন আমি শয়তানদেরকে তোমাদের ধ্বংসের গান শোনাই
আমাকে কি এখান থেকে ধাক্কা মেরে ফেলে দেবে?
আমাকে কি ফেলে দেবে পিরামিডের থেকে যেন আমার মৃত্যু হয়?
এ পৃথিবীকে যদি তোমরা অসুস্থ না করতে তাহলে আমি ধ্বংসের গান লিখতাম না
তখন আমি সবুজে সবুজে ধানে ধানে বয়ে যেতাম পাহাড়ের কোন রাস্তা ধরে কোন গোপন গুহায়।


তোমরা যে একে একে সব মহামারীতে স্বজন হারানোর কান্নায় ভেঙে পড়ছো
এই মহামারি কি তোমরা তৈরি করনি? এর উৎপাদন কি তোমাদের হৃদয় থেকে হয়নি?
এভাবে যে আগুন দিয়ে বরফের পাহাড় গুলো গলিয়ে ফেলছো
আর তার পানিতে পানিতে সাগরগুলোকে ভাসিয়ে দিচ্ছো
বরফের নিচ থেকে শবে'রা যদি মেতে উঠে তোমাদের সিংহাসনের লোভে
আর সমুদ্রের সব লেভিয়েথান যদি জড়ো হয়ে তোমাদের সব নাবিকদের খেয়ে ফেলে
তখন তোমাদের সব টাকা ভর্তি জাহাজ কোথায় যাবে
জাহাজীদের কঙ্কালে কঙ্কালে যদি সৈকত পুড়ে যায় তখন তোমরা কোথায় জলোচ্ছ্বাস দেখবে
আর একের পরে এক হত্যা করে করে যে ধ্বংসের সিংহাসন বানিয়েছিলে
তা যদি তখন শবে'রা দখল করে শাসন করে তোমাদের
তখনো কি আমাকে ধাক্কা মেরে ফেলে দিবে মৃত্যুর জন্য?