সবেকার কবেকার
গোধুলীর মত একাকার
সব নীল পাখি ছেড়ে দাও
খুলে দাও হ্নদয়ের যত খাঁচা
তোমার চিবুকে হেলে পড়া
সোনালি চুলের মত
একা বৃষ্টি নেমেছে শহরে।


উঠোন ভর্তি নক্ষত্র
তবে একা কেন জ্বলে বিরহ
ডানা ঝেড়ে যে শালিক
উড়ে গ্যাছে ডাল ছেড়ে
তাকে ডেকে আর কি লাভ
বরং ডাল নয় গাছ হও
মাছরাঙার মত তীব্র দাঁরালো;


প্রেয়সী তোমার চুল খুলে দাও
তোমার চিবুকে হেলে পড়া
সোনালি চুলের মত
একা বৃষ্টি নেমেছে শহরে।


বসন্ত একান্ত গোপন
মৃত হ্রদের মত ধুলিৎসাত
কবে তুমি প্রেয়সী ডেকে নেবে আমাকে
সাদা কাশবন ছিঁড়ে
গোধুলির মত অমন লাল হয়ে
তোমার খোপা চুল খুলে দাও
তোমার চিবুকে হেলে পড়া
সোনালি চুলের মত
একা বৃষ্টি নেমেছে শহরে।