তোমাকে পায় কোকিল, শালিক, ডাহুকে
বেদনায় পায় মাসে ছয় দিন
আমি তোমারে পাইনা'কো একদিন
যেমন পৃথিবী পায়না তার বিগত দিন।
পৃথিবীর সমস্ত মানচিত্র পেরিয়ে
যাওয়া যায় নীল গভীর সাগরে
গোপনে যে যায়
নিঃশব্দে নিজের পায়ের ধুলিতে
সে কি আদৌ পায় তোমারে ধরিতে?
তোমারে ছুঁইতে হইতে হয় বাতাস
দেখিতে হওয়া লাগে জোসনা
সব পথেই হেঁটে গেলাম
দেখিলাম
পৃথিবীতে হয়নি এমন উপাসনা।
অনন্যা
একটি গাছের মত স্থীর তুমি
নদীর মত বহমান
শান্ত জলের শব্দে শুনেছি আমি
তোমার হৃদয়ের গান—
পথের দিকে চেয়ে থাকি, দূরে
চোখের কাঁপুনিতে বেড়ে ওঠে রাত
দিন ফেরেনি বলে আক্ষেপে কেটেছে সন্ধ্যা
তুমি ফিরো'নি বলে বাসা বেধেছে নিঃসঙ্গ রাত।
না ফেরার দেশে
মানচিত্রে উঁকি দিয়ে সিংহল চাঁদ
পৃথিবীর প্রান্তে দাঁড়িয়ে
বলি এক গোপন অবসাদ
বলো তুমি অনন্যা
এমন নিঃসঙ্গতায় কি শুধুই বেঁচে থাকা যায়?
বলো তোমার সঙ্গতার কেমন স্বাদ?
তোমাকে পাবো বলে
কত কলম ভেঙেছে দাঁত
বুক কেটেছে কত নাঙ্গলে
তবু পৃথিবীর কাটে না অবসাদ
অথচ,
আমি তোমারে পাইনা'কো একদিন
যেমন পৃথিবী পায়না তার বিগত দিন-রাত
অন্যন্যা
তুমি বহমান জলপ্রপাত।