চোখের কার্ণিশে জমা প্রেম
আঙুলের নখে সরে যায় মহড়া
মিছিলের পরে মিছিলের ধার-দ্বেন
পথে পথ পিছে ফেলে ছুটে যায় ট্রেন
তবুও আমাদের খোলা চোখ
চোখে চোখে বিরহের লেনদেন
সবশেষে —
স্পর্শহীন থেকে যায় প্রেম।

একাই একা, অভিশপ্ত নরক
একাই পুড়ে ছাই
নিজেকে কি করে পোঁড়াতে হয়
সে শুধু তাই শেখায়
হতে পারিনি কোন স্বর্গীয় দেবতা
তাই বলে জীবন অপরিসীম
নিয়ম আর সভ্যতা —
তবু তোমার চোখের কোণে
জমা প্রেম আর ছুঁয়ে দেখা হলো না
হলো না খোপা করা চুল তোমার —
সবশেষে স্পর্শহীন থেকে গ্যাল প্রেম।