এখানে কেন এসেছো তোমরা বল, পৃথিবীকে জানিয়ে দাও তোমার আগমন
এখানে কেন বেঁচে আছো তোমরা বল, মৃত্যুকে জানিয়ে দাও বেঁচে থাকার কারণ।


আমি যদি এখানে না থাকি,তোমরা কি পারবে আমায় খুঁজে পেতে?
যে নিজেকে পারেনি খুঁজতে সে কি করে আমায় খুঁজে পাবে
তোমাদের নগর ফলক স্মৃতির আজ কোন বাহক নেই
এখানে তুমি, এখানে তুমি, কেন এসেছো তা জানিয়ে দাও
এ মহাকালে তুমি কে তা জানিয়ে দাও।


আমি নেই, থাকবো না তোমাদের পথ দেখাতে
পৃথিবী ভুল পথে আমিও সেই পথে;
আমি কি করে পথ দেখাবো, আমি নিজেই অন্ধ।


এখানে কেন এসেছো তুমি তা জানিয়ে দাও পৃথিবীকে
এখানে কেন বেঁচে আছো তুমি তা জানিয়ে দাও মৃত্যুকে।


তোমরা যদি গোপন গুহায় হারিয়ে যাও মহা-অসুখের ভীড়ে
আমি কে? আমি নই দেবতা, যে তোমাকে সুস্থ করে দিবে।


নিজের মরা নিজে মরতে শেখো
অন্যের চুলে আর সিগারেটে বেঁচে থেকো না
এখানে কেন এসেছো তুমি তা জানিয়ে দাও পৃথিবীকে
এখানে কেন বেঁচে আছো তুমি তা জানিয়ে দাও মৃত্যুকে।


এখানে তোমার কেউ নেই, আমার কেউ নেই
কেউতো ছিলো না বললেই নয়
এখানে শূন্যতা সবার আপনই হয়;
এখানে আমি এসেছি আবার ফিরে যেতে
হয়ত স্বর্গ নয়ত নরক পেতে
তোমরা কি ফিরতে পারবে সেই স্বর্গ কিংবা নরকের দ্বারে
তোমাদের পুড়িয়ে মারবে পৃথিবীর আগুন যে আগুন তোমরা গড়েছিলে।


আমি কে? প্রমিথিউস কে?
কেউতো ছিল না এখানে
তোমাদের আগুন তোমরা মর
আমাদের কি কাজ সেখানে
এখানে কেন এসেছো তুমি তা জানিয়ে দাও পৃথিবীকে
এখানে কেন বেঁচে আছো তুমি তা জানিয়ে দাও মৃত্যুকে।


আমি যদি হারিয়ে যাই তোমাদের শহরে
গলিতে গলিতে রাস্তায় পড়ে থাকবে আমার শব
তোমরা কি শকুন হয়ে খেয়ে ফেলবে আমার পঁচা দুর্গন্ধের শরীর
যা ঈশ্বর করেনি গ্রহন।


আমি কে? প্রমিথিউস কে?
তোমরাই তো বানিয়েছো আগুন
শুধু শুধু আমাদেরকে নরক কেন পাঠাবে?
তোমরা কে আমি জানিনা, আমি চিনি না কাউকে
আমি শুধু শূন্যতার ফসল হয়ে
রোদের দেয়ালে হারাবো শহর থেকে
যেখানে শকুন খুঁজে পাবে না কাউকে।


এখানে কেন এসেছো তুমি তা জানিয়ে দাও পৃথিবীকে
এখানে কেন বেঁচে আছো তুমি তা জানিয়ে দাও মৃত্যুকে।


আমি কে? প্রমিথিউস কে?
আমরা আগুন চিনি না
তোমরা পোড়, তোমরা মর
আমি তোমাদের পথে চলি না।


এখানে কেন এসেছো তোমরা বল, পৃথিবীকে জানিয়ে দাও তোমার আগমন
এখানে কেন বেঁচে আছো তোমরা বল, মৃত্যুকে জানিয়ে দাও বেঁচে থাকার কারণ।