তুমি যদি এই পৃথিবীর মানুষের বেঁচে থাকার
মহৎ উদ্দেশ্য জেনে যাও
তবে চলে যেতে চাইবে পৃথিবী থেকে;
নয়ত মেরে ফেলতে চাইবে তাদের সবাই কে
যারা সবুজ অরণ্য কেটে দালান গড়ে;
আমি তোমাকে খুন করে তোমার লাশের উপর বসে গাইবো
আমাকে ভালোবাসো, আমি ভালোবাসি তোমাকে;
আমি তোমার কফিনের উপর মদের বোতল রেখে
নেশায় পুড়ে যাবো, আমাকে ভালোবাসো
আমি ভালোবাসি তোমাকে।


সেই সকাল বিহীন সন্ধ্যা,
যার ভোরে আর উষা ফিরে আসে না
সে সন্ধ্যায় জ্বলা নিঃসঙ্গ তাঁরা, সেও আর কাঁদে না
এই অরণ্যহীন উতপ্ত পৃথিবীতে, সবাই যখন মরে যাবে
আমি দালান ভেঙে তোমার লাশ বের করে আনবো;
লাশের পাশে বসে কাঁদবো, আমাকে ভালোবাসো
আমি ভালোবাসি তোমাকে;
আকাশের বুকে উড়া শকুন হয়ে
আমি ফিরবো তোমার লাশের দিকে
আমাকে ভালোবাসো, আমি ভালোবাসি তোমাকে।


সেইসব ধ্রুব তাঁরা'রা, যারা আলো জ্বেলে রাত পাহারা দেয়
তাদেরকে ছিনিয়ে নিয়ে তোমার কফিনে পুঁতে ফেলো
সে আলোয় আলোকিত কর নিজের মৃতদেহ
যে আলো দিয়ে খুন হয়ে যায় জোনাকিরা;
তোমার সে আলোয় অন্ধকার হয়ে বসে,
তোমার ব্যাথায় হাঁসবো, আমাকে ভালোবাসো
আমি ভালোবাসি তোমাকে;
সব জোনাকিদের খুন করে সে অন্ধকারে গাইবো,
আমাকে ভালোবাসো, আমি ভালোবাসি তোমাকে।


হে! শূন্যতার শাসক, বেরিয়ে এসো মানুষের হ্নদয় থেকে
তোমার হ্নদয়ে যে শাসন করে
তাকে খুঁজো তুমি কার আগোচরে;
ঘরের ভেতর কবর, কবরের ভেতর ঘর
লাশের থেকে বেরিয়ে এসো মৃত্যু দানব
পৃথিবীর মৃত্যুর সময় হয়ে গেছে;
তার আগে শূন্যতা তোমায় মেরে ফেলে
প্রেমের গান গাইবো, আমাকে ভালোবাসো
আমি ভালোবাসি তোমাকে;
দেহের জ্বলা প্রদীপ নিভিয়ে
তোমার প্রদীপে আগুন জ্বালবো, আমাকে ভালোবাসো
আমি ভালোবাসি তোমাকে।


হে! গুহার ভেতরের বাঁদুরেরা
বেরিয়ে এসো মানুষের ভিড়ে
এখানে সবাই অন্ধ তোমাদের মত
দিনের আলোতে কিছু দেখে না;
নিজের মত করে অন্ধকার সাঁজায়
রাতের গভীর চেনে না,
যে রাতের গভীরে তুমি বলেছিলে ভালোবাসো,
সেই মিথ্যাকে মেরে ফেলো, আমাকে ভালোবাসো
আমি ভালোবাসি তোমাকে।