আমি বৃষ্টি হতে চেয়েছিলাম
তোমার নগরে_,
তোমার চেনা ফুটপাথ কিংবা সিলিং
কিংবা ব্যালকনির শখের ক্যাকটাস বৃন্তে_।


আমার যাত্রা শুধু
অযুত নিযুত বাবধান হতে
তোমার নগরে ।


তোমার আকর্ষণ
আমায় অব্যাহতি দেয়নি
গাইডেড মিসাইলের মতো_,


ক ফোটা ঝিরঝিরি বৃষ্টির জলের মতো
তোমার ভুলে আঁকা অবসর হতে চাইনি _,


ছুতে চেয়েছি তোমার কপোল,অধর
চিবুক হয়ে অগ্রসরায়মান
কোনো গোপন শিহরণ_।


"বরষার আয়োজন"