একলা বৃষ্টিতে ভিজে ভিজে
রাহাগীর মনসুর



প্রতিনিয়ত তোমায় ভালোবেসে
আমি এখন  হতাশাচ্ছন্ন
কবিতায় তোমায় আঁকতে আঁকতে
আঙ্গুলে পড়েছে কালশিটে
প্রতিনিয়ত তুমি চাঁচ্ছ
আমি যেন তোমায় নতুন নতুন ভাবে ভালোবাসি
আমি হচ্ছি দুঃখ ভারাক্রান্ত
পুরোনো বোতলে নতুন মদ বলে
চালিয়ে যাচ্ছি
চোখের নিচে কালি জমেছে
ঘুমের ঔষধ খাচ্ছি
মুঠো মুঠো
কিন্তু ,আমার কিছু করলেনা
শুধু মাথায় বিলি কাটা দিয়ে কি মন ভরে ?
বললাম সুমনের flate চলো
শুনলেনা
বললাম, জন্মদিনে কিছু সুবিধা পাব কি ?
তুমি হাসলে এবং নিরুত্তর রইলে
চল নদীর বুকে জোছনা দেখি
তোমার নাকি conservative family
বললাম, ঝুম বৃষ্টিতে রিকশায় ঘুরবো
তুমি বললে,টনসিলাইটিস
আর ,আমি হতাশাচ্ছন্ন
একলা বৃষ্টিতে ভিজে ভিজে ৷