তোমার ঘুমের মতো চোখ
অনাবিল আলুথালু বেশ
রক্তাভা ঠোঁট
গালের রক্তিম লাজ
রেশমি চুলের বাসন্তিক সাজ ......
উৎসুক করে তুলে
উৎসুক করে তুলে
আমায় ,
খোলা শরতের আকাশের নীলাভ সৌন্দর্যে ,
জোছনা যাপনের,
গোধুলির বর্ণছটায়,
কাঠফাটা দুপুরকে মনে হয় ,
তোমারি আলেয়ার আলো
দুষ্পাঠ্য মরিচিকা হয়ে যায়
আমি-তুমি খেলা,
গোলাপ কাটা হয়ে যায়
প্রিয় অন্তখরন ,
অথবা  ঝুম বৃষ্টিতে হাতে মুঠো  হাত,নিশ্চুপ ।


অযাচিত বুকে বাজে
কেবলই
তোমার ভালোবাসা ।


তাই আজ  ভীষন দুর্বোধ্য
নিরর্থক বোধগুলি
মধুময় ঋণ ।