- রাহাগীর মনসুর


সন্ধ্যাতারা
মন খারাপ কোর না
ভেবে দেখ
সব প্রচেষ্টা কি সফল হয়?


যে দিন প্রথম দেখা
আমি তখন সময়কে পরাজিত করতে
বদ্ধপরিকর,
তুমি জানতে চাইলে না
e=mc2 মানে কি ?
পরম উষ্ণতা কেন আপেক্ষিক?
জানতে চাইলে না
নিউতনের  ৩য় সূএ
অথবা কথিন পদার্থের দৈঘ্য  প্রসারংক
আমী তো গ্যাট গ্যাট করে
বলে দিতে পারতাম.........
তুমি জানতে চাইলে
পথ নির্দেশিকা_।


আমি ভুলে গেলাম সব
আইনস্টাইন ,নিউটন ,গ্যালিলিও সব
বুঝলাম সময় কেন থমকে যায়
প্রিয়ার হাতের উষ্ণতার পরম গুরুততা......।  


ভীষণ পরজদুস্ত আমি
মেলাতে চাইলাম সমীকরণ
মৃদু স্পর্শ ,দুরন্ত চাহনি
অথবা এক চিলতে হাসি
যাতে নির্বিঘ্নে কাটাতে পারি বাকি জীবন_,


কিন্তু,তোমার চোখে ছিল
কৃষ্ণচূড়ার কোমলতা
আমার কাঁধে ছিল হালকা ঝোলা _।


তুমি দিলে কৃষ্ণচূড়ার সুবাস
আমি দিলাম অভিমানি হালকা ঝোলা ।