বুকের মাঝে মৌমাছিটা
গুঞ্জনিয়া
কুহক ডাকা সন্ধ্যা তারায়
আমার এমন পদক্ষেপ
শুধু তোমায় চাওয়ার
বিনম্র এই পৌষের শীতে
অধর ছোঁয়া কফির কাপে
তোমার আমেজ
তোমার অমন উন্মাতল চুল
যেমন বাতাসে কাঁপন..
বুকের মাঝে মৌমাছিটা
গুঞ্জনিয়া...
নিশীথ কালো প্রহর শেষে
ব্যাকুল তোমার মায়া
অন্তহীন ভ্রুকুটি তোমার
তবু ভালবেসে মাতাল হওয়া
মাতাল বহু রাতের শেষে
ভেবে ভেবে ভুল প্রলাপে
ভুল নিঃশ্বাসে,তোমার নামে
তোমায় চাওয়া ...