একটা নতুন ধরনের চেষ্টা করছি, ধরনের নাম হল যমজ কবিতা” সবগুলো লাইন মিল থাকবে কবিতার শুধু শেষটা আলাদা হবে এবং এখানে কবিতাটি যে কোন ধরনের হতে পারে,যে কোন ,চেষ্টা করে দেখুন আশা করি ভাল লাগবে…

অনেক কথার রাত্রি জাগরণ
অনেক কথার পিয়াসী এই মন
তবু হাঁটাহাটি
প্রিয় সুষমা ,প্রিয় উপমা
অনেক ভাবের মাধুর্যতা...
প্রিয় হেঁয়ালি তুমি
কখনো তোমায় ছোঁয়ার দুরু দুরু বুক
কখনো অযাচিত সমর্পণ
অনেক ভেবে জীবন যাপন
তবু হাঁটাহাঁটি
পিঠ মাখামাখি
তোমায় ভেবে রাত্রি আমি আঁকি …

অনেক কথার রাত্রি জাগরণ
অনেক কথার পিয়াসী এই মন
তবু হাঁটাহাটি
প্রিয় সুষমা ,প্রিয় উপমা
অনেক ভাবের মাধুর্যতা...
প্রিয় হেঁয়ালি তুমি
কখনো তোমায় ছোঁয়ার দুরু দুরু বুক
কখনো অযাচিত সমর্পণ
অনেক ভেবে জীবন যাপন
তবু কাঁটা সুখ,উচু নিচু দুঃখ
বাঁধা হাত পা,বাঁধা বোধ
তবু, নিরুপায় সকাল বিকাল…