কখনো দেখেছি মনে হয়
কার সাথে যেন তোমার চোখটা মিলে যায় ।
আকাশীর সাথে হয়তো,
হয়তো থুতনির কাছে তিলটাও মিলে যায় ।
আমি বিন্দু বিন্দু স্মৃতি গাঁথতে থাকি,
বাস স্টপেজে তখন অতি ব্যস্ত মানুষজন
আমার স্মৃতিরা আমায় অসার করে দেয় ।
দুপুরটাকে নিস্তেজ মনে হয়,
আমি পথ খুঁজি বেলা বাড়ার সাথে সাথে ।
ভাবতে থাকি থুতনির কাছের তিলটার কথা,
কি অমোঘ তার অবস্থান!
কি চঞ্চল!কি দুর্বিনত!
বিপুল জলরাশি ভেঙে ভেঙে পড়ে ......বালুকা বেলায়।
অন্তহীন দুপুরটাকে ,রাত্রির মত নিঃসঙ্গ মনে হয়,
কিছু অশোধনযোগ্য স্মৃতি ফিরে আসতে চায় ।
আমি এগুতে চাই ,
মৃদু মৃদু পায়ে বুক পকেটে হাত দিয়ে বোঝার চেষ্টা করি কানপাশাটি
একটি নিতান্ত অপ্রয়োজনীয় কানপাশা ।