তোমায় জানতে জানতে
আমি হারিয়েছি গত শতাব্দী
অনুতাপ করে গেছে রাত গুলো
দিবস কাটিয়েছি বাতাসে তোমার আবির স্পর্শে
এ শতাব্দীও চলে যাচ্ছে
তোমার হাসির কূল কিনারা খুঁজে
ভবিষ্যৎও তোমার চেনা ঘ্রাণে পড়ন্ত সন্ধ্যার মতো মোহময়
তবু জাগছি রাত,বুনছি স্মৃতির মহাকাব্য ।


---------------------------------------------------------


তোমার কথা ভেবে ভেবে
আমি কত রাতকে দিয়েছি জলাঞ্জলি
কাটিয়েছি ভোর
নিরুদ্রপ দিন
অনিমেষ তোমার কথা ভেবে
আজকে করেছি কাল...



---------------------------------------------------------


আমি যখন একাকী ছিলাম
একটা নদী ছিল আমার
নিঝুম ঢেউ
অগনন কাশফুল
যেখানে রাত নামতোনা
নামতোনা দুপুর
শুধু বিকেলের মতো আলো
আমি ঢেউ গুনতাম
এখন নদীটি মরে গেছে ,মরে গেছে ঘাসফুল
এখন আর ঢেউ খেলে না নদীর বুকে,চর জেগেছে
বিকেলের মতো আলোও দেখা যায় না
আমি একা হওয়া ভুলে গেছি,ভুলে গেছি একাকীত্ব
তোমার স্পর্শে আকাশী
ভুলে গেছি বাঁধন,পরিচয়,একা হবার নিয়ম...