কি এক পায়রা এসেছিল!
তোমার মফস্বলের টানা বারান্দা পেরিয়ে_,
আমি হয়তো তুমি, হয়তো তুমি, ভাবতেই উবে গেলো আসমানে।
আমি বৃষ্টির মন্ত্র জপছিলাম,
মনে ছিল, তোমার টানা বারান্দা
অতিপ্রয়োজনীয় ভেনটিলেটার
নিঃশ্বাস-আশ্বাস।
আমি টেলিপ্যাথির মতো দেখছিলাম,
তোমার সবুজ উঠোন,
আদরের মানিপ্ল্যান্ট,
মেঘেদের লুকোচুরি,আর পাখিদের ঐকতান।
এদিকে চৈতরাগুনে পুড়লো আমার বসতি,পুড়লো উচাটন মন
যদিও মনে ছিল বৃষ্টির মন্ত্র,মেঘেদের লুকোচুরি।