ফুল ফোটাতে পারে না কবি
                           দীঘির জলে যেমন পদ্ম
দীপ্তি দিতে পারে না ,
                       সূর্যের মতো
হাওয়ার মতো উড়িয়ে দিতে পারে না
                         প্রিয়ার এলোমেলো চুল
হতে পারে না
                 ওই সুদূর রংধনু
ভাষাতে পারে না কোন জোছনায়
                      এন্টারটিকার শুভ্র বুক


কবি পারে
রাঙ্গাতে ফুল,লাল যেমন পদ্ম
আঁকতে পারে মেঘের ভাঁজে ভাঁজে হলদে আলো
বাঁধতে জানে  শিমুল ফুলে নিবিড় খোঁপা
দুপুর রোদে এক পশলা এলো বৃষ্টি রঙিন রঙধনু  
ছড়িয়ে দেয় উদারত জোছনা
ইথার হতে ইথারে


আসলে সামান্য এক কবি কতটাই বা পারে_